হেমায়েতপুর ও পার্শ্ববর্তী বেশিরভাগ ভবন অবৈধভাবে নির্মিত

নিজস্ব প্রতিনিধিঃ
রাজউকের অনুমোদন ছাড়াই রাজধানীর পার্শ্ববর্তী বসিলা, হেমায়েতপুর ও সুগন্ধা হাউজিংয়ে বেশিরভাগ ভবন অবৈধভাবে নির্মাণ করা হয়েছে বলে সংসদে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এসব এলাকার ভবন মালিকরা রাজউকের জনবল স্বল্পতার সুযোগ নিয়েছে বলে জানান তিনি। এর আগে বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

বৃহস্পতিবার (৬ জুলাই) জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, ‘২০২২ সালের পর জনবল বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ভবন তদারকি উল্লেখযোগ্য হারে বাড়ায় ওইসব এলাকায় ভবন তদারকি বেড়েছে। এই সুযোগে কিছু অসাধু ব্যক্তি রাজউকের নাম ভাঙিয়ে অবৈধভাবে নির্মিত ভবন মালিকদের থেকে টাকা আদায়ের ঘটনা ঘটাতে পারে।’

শিরোনাম