ইরানে ক্ষেপণাস্ত্র হামলা,সাইরেন বাজলো ইসরাইলে

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
ইরানের হামলার জবাবে ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানে। এতে ইসফাহান প্রদেশে বিস্ফোরণ হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন রিপোর্টে বলেছে, বেশ কয়েকটি শহরে ফ্লাইট সাময়িক স্থগিত করা হয়েছে। ওদিকে ইসরাইলের উত্তরাঞ্চলে সতর্ক সাইরেন বাজানো হয়েছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা বলেছে, সিরিয়ায় সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করে ধারাবাহিক বিস্ফোরণ ঘটানো হয়েছে। ইরনা বলেছে, আদ্রা এবং আল থালা সামরিক বিমানবন্দরে এবং একটি রাডার ব্যাটালিয়নে হামলা হয়েছে। ওই রাডার স্টেশনটি সিরিয়ার দক্ষিণে আদ্রা এবং কারফা গ্রামের মধ্যে অবস্থিত। ইরাকে বাবেল এলাকায় আল ইমাম অঞ্চলে বিস্ফোরণ হয়েছে। তবে এসব বিস্ফোরণ কিসের আলামত তা পরিষ্কার নয়। ইরানের ইসফাহানে আছে গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা।

শিরোনাম