গাজীপুর,সাভার ও আশুলিয়ার অনেক কারখানা শ্রমিক বিক্ষোভে উত্তাল

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
শ্রমিকদের অব্যাহত আন্দোলনের কারণে গাজীপুর ও আশুলিয়ায় অনেক তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। আপাতত শুক্রবার পর্যন্ত এসব কারখানা বন্ধ থাকবে বলে মালিকপক্ষ নোটিশ দিয়েছে। বৃহস্পতিবার সকালে গাজীপুর ও সাভারে শ্রমিক বিক্ষোভ শুরু হলে অনেক কারখানা ছুটি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার গাজীপুরের বেশিরভাগ পোশাক তৈরি কারখানা বন্ধ ছিল। সকালে কাজ হলেও কিছু কারখানা পরে ছুটি ঘোষণা করা হয়। গাজীপুরে তিন হাজারের বেশি পোশাক তৈরি কারখানা রয়েছে। এছাড়া আশুলিয়া ও সাভারেও কয়েক শ কারখানা রয়েছে।

সাভারের সকালে দুটি কারখানায় শ্রমিক বিক্ষোভ শুরু করলে আশপাশের অন্য কারখানা ছুটি ঘোষণা করা হয়। কিছু কারখানায় আবার শ্রমিক কাজ করেছেন। অনেক কারখানা শুক্রবার পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে বুধবার সাভার ও আশুলিয়ার অনেক কারখানা বন্ধ রাখা হয়। বন্ধ কারখানার বিষয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ সঠিক তথ্য জানাতে পারেনি।

শিরোনাম