সিংগাইরে ৬০ বিঘা জমির পেঁপে গাছ কেটে সাবাড়,ক্ষতি কোটি টাকা

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে ৬০ বিঘা জমির ফলন্ত পেঁপে গাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা।এতে ক্ষতি সাধিত হয়েছে প্রায় কোটি টাকা।ঘটনাটি নিয়ে উপজেলায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে,উপজেলার তালেবপুর ইউনিয়নের কাশিমপুর এলাকায় ৬০ বিঘা জমি ইজারা নিয়ে সদর ইউনিয়নের চর আজিমপুর গ্রামের কৃষক নুরুল ইসলাম (১১ বিঘা), মজিবুর রহমান (১১ বিঘা) ও জয়মন্টপ ইউনিয়নের চরদূর্গাপুর গ্রামের গোলাম মওলা (২৮ বিঘা) জমিতে পেঁপে চাষ শুরু করেন । এছাড়াও আরও ১০ বিঘা জমিতে পেঁপে আবাদ করে অন্য এলাকার তিন কৃষক। পূর্ব শত্রুতার জের ধরে গত বৃহস্পতিবার(১৮ এপ্রিল) দিবাগত গভীর রাতে এসব জমির সব পেঁপে গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা।
কৃষকরা জানান,তাদের এসব পেঁপে ক্ষেতে ধার-দেনা ও ঋণ নিয়ে প্রায় অর্ধকোটি টাকা খরচ করে ফেলেছি আমরা।কিন্তু আজ আমরা আসহায়,নিঃস্ব।

এ ব্যাপারে থানার ওসি জিয়ারুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শিরোনাম