সিংগাইরে নৌকা বাইচ দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলো ২ ছাত্র,দায়ী আয়োজক কমিটি

স্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জের সিংগাইরে নৌকা বাইচ দেখতে গিয়ে প্রাণ গেল ২ ছাত্রের। আর এ মর্মান্তিক ঘটনার জন্য দায়ী করা হচ্ছে আয়োজক কমিটিকে।ঐ দুই ছাত্রের পরিবারে অবিরাম চলছে কান্নার আহাজারি।

জানা গেছে,শনিবার(৩০ সেপ্টেম্বর) নবাবগঞ্জ উপজেলার পাতিলঝাপের কালিগঙ্গা নদীতে নৌকা বাইচের আয়োজন করা হয়।ঐ বাইচে উপজেলার সাহরাাইল উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও শ্যামনগর গ্রামের নূরুল ইসলাম ওরফে মান্নানের পুত্র সিফাত(১৬) ও লক্ষ্মীপুর গ্রামের তোফাজ্জলের ছেলে ওয়াসিম(১৭)সহ বিদ্যালয়ের আরো ২০-২৫ জন ছাত্র ইঞ্জিন চালিত নৌকা নিয়ে বাইচ দেখতে যায়। বাইচ দেখার সময় হঠাৎ আয়োজক কমিটির নৌকার ধাক্কায় তাদের নৌকাটি ডুবে যায়।নিখোঁজ হয় ৭-৮জন।সবাইকে উদ্ধার করা সম্ভব হলেও সিফাত ও ওয়াসিম নিখোঁজ থেকেই যায়।ডুবুরির দল অভিযান চালিয়ে রবিবার ও সোমবার তাদের মৃত লাশ উদ্ধার করে।উভয় ছাত্রকে সোমবার(২ অক্টোবর)জানাযা শেষে দাফন করা হয়েছে।

শিরোনাম