সিংগাইরে তেলিখোলার আলমাছ সরদারের ব্যতিক্রমধর্মী ঈদ সামগ্রী উপহার

স্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের তেলিখোলা গ্রামের মৃত.বাচ্চু সরদারের পুত্র মোঃ আলমাছ আলী সরদারের ব্যতিক্রমধর্মী ঈদ সামগ্রী উপহার দিয়েছেন।ঈদ সামগ্রী উপহার নিয়ে রীতিমত প্রশংসায় ভাসছেন তিনি।

জানা গেছে,আলমাছ আলীরা ৭ ভাই।তারমধ্যে অলমাছ ৫ম।তিনি পেশায় একজন ইটভাটার ঠিকাদার।সবার ছোট ভাই আতাউর রহমান আতা উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।ব্যবসায়ীর পাশাপাশি তিনিও বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকান্ড চালিয়ে আসছেন।অন্য ৫ ভাইও ইটভাটার ঠিকাদার।তারাও ঈদ সামগ্রী উপহার দিচ্ছেন রীতিমত।ঈদ আসলেই ঠিক থাকতে পারেন না আলমাছ। ঈদপূর্ব ঈদ সামগ্রী উপহার দেয়া তার একটা নেশায় পরিনত হয়েছে।প্রায় ১ যুগ ধরে তিনি এ মহৎ কর্মযজ্ঞ চালিয়ে আসছেন।ঈদপূর্ব বেশ কিছুদিন ধরেই তিনি ঈদ সামগ্রী উপহার দিয়ে আসছেন।ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে লুঙ্গি,গেঞ্জি ও শাড়ী।প্রায় ৫ শতাধিক বিভিন্ন পেশার মানুষের মধ্যে এসব ঈদ সামগ্রী উপহার দেন তিনি।মঙ্গলবার(৯ এপ্রিল)সন্ধ্যায় বিভিন্ন পেশার ৮০ জন মানুষের মধ্যে উপহার হিসেবে পাঞ্জাবী বিতরণ করেন তিনি।জনসেবক আলমাছ জানান,যতদিন বেঁচে আছি,ততদিন এ সেবামূলক কর্মকান্ড চালিয়ে যাব।তিনি আরো জানান,ভোগে সুখ নেই,ত্যাগেই বড় সুখ।সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা,ঈদ মোবারক।

শিরোনাম