সাভার সরকারি কলেজের ৩৯ শিক্ষক বেতন পান না ১ বছর ধরে

সাভার প্রতিনিধিঃ
১ বছর ধরে সাভার সরকারি কলেজের ৩৯ জন শিক্ষক বেতন-ভাতা না পেয়ে অসহায় জীবনযাপন করছেন। মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে প্রতিষ্ঠানটির সামনে বেতন-ভাতার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শিক্ষকরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষকরা বলেন, আমাদের কলেজে ১১২ জন শিক্ষক রয়েছেন। গত ২০১৮ সালের ৮ আগস্ট সাভার কলেজ সরকারিকরণ ঘোষণা করা হয়। পরে ২০২২ সালের ১৬ আগস্ট ৫৬ জন শিক্ষকের এডহক নিয়োগ চলে আসে। এরপর থেকে আমাদের সবার বেতন বন্ধ করে দেওয়া হয়। পরে শিক্ষকরা কলেজ অধ্যক্ষের সঙ্গে দেখা করলে তিনি শিক্ষকদের বেতন দেওয়ার আশ্বাস দেন। পরে আমরা সবাই নিয়মিত কলেজের কার্যক্রমে অংশগ্রহণ করি। কিন্তু দীর্ঘ ১০ মাস বেতন না পেয়ে আবারও অধ্যক্ষের কাছে যান শিক্ষকরা। তখন তিনি বলেন বেতন দেওয়া সম্ভব নয়।

উপায়ন্তর না পেয়ে অবশেষে ১ বছর বেতন না পেয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বেতন দেয়ার দাবি জানান শিক্ষকরা।

শিরোনাম