বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট সামিয়া

 

সংবাদ জমিন ডেস্ক ঃঃ

বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট সামিয়া । তানজানিয়ার ‘স্বল্পভাষী’ ভাইস প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান শুক্রবার দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। গত বৃহস্পতিবার রহস্যজনক রোগে দেশটির প্রেসিডেন্ট জন মাগুফুলির আকস্মিক মৃত্যুর পর তিনি প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন।

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী শপথ নেওয়ার পর প্রথম ভাষণে ৬১ বছর বয়সী সামিয়া হাসান প্রয়াত প্রেসিডেন্ট মাগুফুলির মৃত্যুতে ২১ দিনের শোক ঘোষণা করেন। সরকারি ছুটি ঘোষণা করেছেন আগামী ২২ ও ২৫ মার্চ। ওইদিন মাগুফুলির শেষকৃত্য হওয়ার কথা। কালো স্যুট ও লাল ওড়না পরে শপথ নেওয়ার পর তিনি সেনাবাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করেন। উচ্চপদস্থ কর্মকর্তারা হাততালি দিয়ে অভিনন্দন জানান তাকে। এ সময় সততার সঙ্গে তানজানিয়ার সংবিধান সমুন্নত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সামিয়া।

শিরোনাম