বসন্ত ও ভালোবাসা দিবস পালিত হচ্ছে আজ

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
মাঘের শীতকে বিদায় জানিয়ে প্রকৃতিতে বসন্তের আগমন। ফাগুনের ঝিরিঝিরি হাওয়ার সঙ্গে কোকিলের কুহুতান মন ভরিয়ে দেয়। চোখ জুড়িয়ে যায় বাগানের রক্তিম পলাশ, অশোক, শিমুল, কৃষ্ণচূড়া, কাঞ্চন পারিজাত, মণিমালা, মহুয়া, রুদ্রপলাশ, কুসুম, মাধবী আর গাঁদার ছোট ছোট ফুলের বর্ণিল রূপে। আবহমান বাংলার প্রকৃতিতে আজ ফাগুনের ছোঁয়া। গাছে গাছে নতুন পত্র-পল্লব।

বকুল বৃক্ষের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে পূবের সূর্য। কবির ভাষায় বলছে, ‘নব শ্যামল শোভন রথে এসো বকুল-বিছানো পথে/ এসো বাজায়ে ব্যাকুল বেণু মেখে পিয়ালফুলের রেণু/ এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো।’ আজ পহেলা ফাগুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। বিশ্ব ভালোবাসা দিবস বলে দিনটি আজ আরও রঙিন। বাসন্তী মোহে মুগ্ধ প্রেমিকযুগল আজ একে অপরকে আবার বলবে- ভালোবাসি।

শিরোনাম