নৌকার নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নিয়ে পদ গেল ছাত্রদল নেতার

নিজস্ব প্রতিনিধিঃ
নৌকার প্রার্থীর নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নেয়ায় মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইয়াসিন আরাফাত রবিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গত বুধবার রাতে মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক রাকিব আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশের বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, সংগঠনের দায়িত্বশীল পদে থেকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগে জেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান এ বহিষ্কারাদেশ অনুমোদন দেন। জানা যায়, গত মঙ্গলবার রাতে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ শহরতলীর হবিগঞ্জ সড়কের স্থানীয় একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত শ্রীমঙ্গল উপজেলার নয়টি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান, পুরুষ ও মেম্বারদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নিয়ে জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও ৪নং সিন্দুরখান ইউনিয়নের চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন বক্তব্য রাখেন। এর প্রেক্ষিতে দলীয় শৃঙ্খলাবিরোধী কাজের সুনির্দিষ্ট অভিযোগ এনে তাকে বহিষ্কারাদেশ দেয়া হয়। এদিকে স্থানীয় বিএনপি’র ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীর কাছ থেকে অভিযোগ উঠেছে, ওই সভায় মৌলভীবাজার জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমেদসহ আরও বেশ কয়েকজন নেতা জনপ্রতিনিধি হিসেবে ওই মতবিনিময় সভায় অংশ নেন। এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে অনেকেই নেতিবাচক মন্তব্য করছেন। এনিয়ে দলের নেতাকর্মীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ প্রসঙ্গে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান বলেন, আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থীর নির্বাচনী মতবিনিময় সভায় যারা অংশ নিয়েছে তাদের বিরুদ্ধে দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কার করার জন্য বলা হয়েছে। ইতিমধ্যে কার্যকর করা শুরু হয়েছে। বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম