নারায়ণগঞ্জে উপ-নির্বাচনের ফল ঘোষণার পর গুলিতে প্রাণ গেল যুবকের

স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জের একটি ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য পদে ভোটের পর সংঘর্ষের মধ্যে গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। সোনারগাঁ থানার পরিদর্শক মো. মোহসীন জানান, ওয়ার্ড সদস্য পদে উপ নির্বাচনের ফল ঘোষণার পর দুধঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে সংঘর্ষে জড়ায় দুই প্রার্থীর সমর্থকরা। তাতে একজন নিহত হওয়ার পাশাপাশি পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন।

নিহত মো. হৃদয় ভূঁইয়া উপজেলার দুধঘাটা গ্রামের আমির আলী ভূঁইয়ার ছেলে। তার চাচাতো ভাই ওমর ফারুক ভূঁইয়াও গুলিবিদ্ধ হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শিরোনাম