দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ৭ জানুয়ারী

সংবাদ জমিন রিপোর্টঃ
বিএনপি ও সমমনা দলগুলোর সাথে কোন প্রকার আলোচনা কিংবা রফা-দফা ছাড়াই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

তফসিল অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে রোববার, ৭ জানুয়ারি। ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বাছাই পর্ব চলবে।মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন টি হচ্ছে ১৭ ডিসেম্বর। প্রার্থীদের প্রতীক দেয়া হবে ১৮ ডিসেম্বর।নির্বাচনী প্রচারণার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৫ জানুয়ারি।

এদিকে,নির্বাচনী তফসিল ঘোষণার পর সারা দেশে বিএনপি ও সমমনা দলগুলো বিক্ষোভ মিছিল করেছে।দিয়েছে কর্মসূচী।

শিরোনাম