ধামরাইয়ে ঢাক-আরিচা মহাসড়কে বাস চাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

ধামরাই(ঢাকা)প্রতিনিধিঃ
ধামরাইয়ে ঢাক-আরিচা মহাসড়কে বাস চাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর। আর এ ঘটনায় ঐ পরিবারে বইছে কান্নআর মাতম।

জানা গেছে,২ নভেম্বর সকাল ৭:৩০ টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে ঢাকা আরিচা মহাসড়কের শ্রীরামপুরে দ্রুতগামী দূরপাল্লার জামান পরিবহনের একটি বাস চাপায় প্রাণ গেল বাইসাইকেল আরোহী পোশাক শ্রমিক স্বামী-স্ত্রীর।সড়ক দূর্ঘটনায় নিহত স্বামী-স্ত্রী ধামরাইয়ের শোলধন গ্রামের বাসিন্দা।

নিহত ইসরাফিল হোসেন ও তার স্ত্রী স্বপ্না আক্তার দুজনই সেখানকার পোশাক কারখানা গ্রাফিক্স টেক্সটাইলের শ্রমিক।নিহত ইসরাফিল হোসেন কারখানাটির সুপারভাইজার এবং তার স্ত্রী স্বপ্না আক্তার পাশের একেএইচ কারখানার শ্রমিক।ইসলাফিল হোসেন শোলধন গ্রামের নান্নু মিয়ার ছেলে।খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা ও গোলড়া হাইওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম