মানিকগঞ্জের হরিরামপুরে সাংবাদিক হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদ হাসান আবেদ ওরফে আবেদ আলীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত ছাত্রদল নেতাকে অবশেষে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে,রবিবার (৮ জুন) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার লেছড়াগঞ্জ বাজারে এই হামলা চালায় বহিষ্কৃত ঐ ছাত্রদল নেতা। ঘটনাটি নিয়ে সংবাদ মাধ্যম ও সোস্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হলে বিএনপির টনক নড়ে।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার বলড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বাবুকে সংগঠন থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। এ ঘটনায় মামলা হয়েছে কি না,তা জানা যায়নি।

শিরোনাম