হাতির শুঁড় হাকালুকি হাওরের পানি নিয়ে গেল আকাশে

মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের সর্ববৃহৎ হাওর হাকালুকি হাওরে হঠাৎ করে সৃষ্টি হওয়া ভয়ংকর জল টর্নেডো নিয়ে বিভিন্ন মহলে আলোচনা এখন তুঙ্গে। সাগরে এমন দৃশ্য দেখা গেলেও তা হাওর এলাকায় দেখা মিলে কম। নিকট অতীতে এমন দৃশ্যের দেখা মিলেছে কিনা তা নিয়ে যেমন চলছে চুলচেরা বিশ্লেষণ।টর্নেডোর পর ওই এলাকায় অনেক পানি কমেছে।

জানা যায়, ২৩ জুলাই শনিবার গোধুলীলগ্নে হঠাৎ করে হাকালুকি হাওরের চাতলাবিল ও বাইলাকান্দির মধ্যস্থলে জল টর্নেডো শুরু হয়। সেই ঘূর্ণি একটি সরু ফানেলের আকারে (মনে হয় যেন হাতির শুঁড়) নেমে আসে মাটির কাছাকাছি। আর মাটি ছুঁয়েই সেই দৈত্যাকৃতি ঘূর্ণায়মান ফানেল মত সৃষ্টি হয়ে ঐ হাওরের পানি চলে যায় আকাশে।

শিরোনাম