সিংগাইর থেকে উদ্ধার হওয়া অটো রিক্সা চালক হত্যার মূল ঘাতক ফরিদ গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইর থেকে উদ্ধার হওয়া অটো রিক্সা চালক হত্যার মূল ঘাতক ফরিদ (৩৩)কে গ্রেফতার করেছে র‌্যাব। ঢাকার সাভার থেকে গত ২ অক্টোবর নিখোঁজ রিক্সাচালক মাসুদ শেখের মরদেহ সিংগাইর থেকে উদ্ধারের পর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

র‌্যাবের অভিযানে সিংগাইর থানার চাঞ্চল্যকর অটোরিকশা চালক মাসুদ শেখ হত্যাকান্ডের রহস্য উদঘাটন পূর্বক মূল হত্যাকারী ফরিদ গ্রেফতার, ভিকটিমের অটোরিকশা ও হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি ও গামছা উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ অক্টোবর) বিকেলে র‌্যাবের একটি দল তাকে গ্রেফতার করে সাভার আড়াপাড়া বালুর এলাকার রফিক এর রিক্সা গ্যারেজ থেকে। তার বাড়ি মানিকগঞ্জ জেলায়।

নিহত মাসুদের রিক্সাটি উদ্ধার করা হয় সিংগাইয়ের একটি বাজারের আলমাছ হোসেন নামক এক ব্যক্তির গ্যারেজ থেকে। মূলত রিক্সা ছিনিয়ে নিতেই হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। বৃহস্পতিবার(৭ অক্টোবর) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৪। ফরিদের দেয়া তথ্য মতে, হত্যাকান্ডে ব্যবহৃত চাকু ও গামছা উদ্ধার করা হয় উপজেলার গোবিন্দল- তালপট্রি এলাকার মসজিদের পাশের ব্রীজের নিচ থেকে।

র‍্যাব -৪ এর অধিনায়ক অতিঃ ডিআইজি মোঃ মোজাম্মেল হক সংবাদ মাধ্যমকে বলেন, এটি একটি সুপরিকল্পিত হত্যাকান্ড।

শিরোনাম