সিংগাইরে গার্মেন্টসে শ্রমিক বনাম কর্মকর্তাদের সংঘর্ষ,আহত-৫

সংবাদ জমিন ডেস্কঃ
মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা ইউনিয়নের দক্ষিণ ধল্লা গ্রামের এসপায়ার গার্মেন্টস লি:এর এক মহিলা গার্মেন্টস কর্মীকে মারধর করার প্রতিবাদে ঢাকা-সিংগাইর আঞ্চলিক মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঐ গার্মেন্টস কর্মীসহ আহত হয়েছে আরো ৫ জন।

জানা গেছে,ঐ গার্মেন্টস এর মহিলা গার্মেন্টস কর্মী ফাতেমা শরীর অসুস্থ থাকায় শুক্রবার রাতে আর ডিউটি করতে আসতে পারেনি। রাতে ডিউটিতে করতে না আসায় শনিবার(২৩ এপ্রিল) সকালে কর্মস্থলে আসলে তাকে মারপিট করা হয়। সেই সাথে চাকরি থেকে তাকে বাদ দেয়ার হুমকি প্রদর্শন করা হয়। এ ঘটনা ছড়িয়ে পড়লে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠে এবং গার্মেন্টস কর্তৃপক্ষ উত্তেজনা থামাতে গার্মেন্টস কর্মী মাজিদুল ও জাহিদকে মারপিট করে আহত করে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আনুমানিক সকাল ৭ টার দিকে শ,শ গার্মেন্টস কর্মীরা শ্রমিকদের মারপিট ও অন্যান্য দাবিতে গাবতলী-সিংগাইর আঞ্চলিক মহাসড়কে এসে সড়ক অবরোধ করে। এ সময় গাবতলী-সিংগাইর সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। অবরোধমুক্ত করা হয় মহাসড়ক। এরপর শ্রমিক নেতৃবৃন্দ, গার্মেন্টস কর্তৃপক্ষ ও প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা বৈঠকে বসেন। বৈঠকে দীর্ঘক্ষণ অতিবাহিত হওয়ার পর কোন ফলাফল না আসায় বৈঠকস্থলের গেট খুলে শ্রমিকরা জোর পূর্বক ভেতরে প্রবেশ করে। বেলা পৌণে ২টার দিকে শ্রমিক নেতৃবৃন্দ ও গার্মেন্টস কর্তৃপক্ষ বাইরে এসে শ্রমিকদের সব দাবি-দাওয়া মেনে নেন এবং শ্রমিকদের উপর মারপিটের ঘটনায় যারা জড়িত তাদের বিচার দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ ব্যাপারে গার্মেন্টস এর একাধিক কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করলে কোন সদুত্তর মেলেনি। এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যাহ জানান,ঘটনাটি মীমাংসা হয়েছে,শ্রমিকদের সব দাবি দাওয়া মেনে নিয়েছে গার্মেন্টস কর্তপক্ষ।পরিস্থিতি এখন শান্ত।

শিরোনাম