সাভারে ইউপি নির্বাচনে নৌকার মাঝি যারা

সাভার প্রতিনিধি ঃঃ
সাভারে ইউপি নির্বাচনের মনোনয়ন দেয়ার পর জমে উঠেছে প্রচার-প্রচারণা। প্রার্থীরা মনোনয়ন পাবার পর গণসংযোগ শুরু করেছেন রীতিমত। বেশ কয়েকটি ইউনিয়নে প্রার্থী রদবদল করা হয়েছে। ১২টি ইউনিয়নের মধ্যে ১১ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ধামসোনা ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করায় সেখানে আর নির্বাচন হচ্ছে না।

এবার সাভারে চেয়ারম্যান পদে যারা মনোয়ন পেয়েছেন যারা তারা হলেন, সাভার সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজি সোহেল রানা, তেঁতুলঝোড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুগ্ম-সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর, আমিনবাজার ইউনিয়নে আওয়ামী লীগ নেতা মো. রকিব আহম্মেদ, কাউন্দিয়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মেশের আলী, ভাকুর্তা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, বনগাঁও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম, বিরুলিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সাইদুর রহমান সুজন, আশুলিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শাহাব উদ্দিন মাদবর, ইয়ারপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আহাম্মেদ ভূঁইয়া (মাস্টার), শিমুলিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবিএম আজাহারুল ইসলাম সুরুজ ও পাথালিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ দেওয়ান। ছবি-সংগৃহীত

শিরোনাম