শেখ কামালের জন্মদিনে মানিকগঞ্জ পুলিশ সুপার গোলাম আজাদের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন

কোহিনূর ইসলাম রাব্বিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শেখ কামালের ৭৩-তম জন্মদিনে মানিকগঞ্জ পুলিশ সুপার গোলাম আজাদ খান(পিপিএমবার)শ্রদ্ধা নিবেদন করেছেন।১৯৪৯ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে শেখ কামাল জন্ম গ্রহণ করেন।

শহীদ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল ‘৬৯-র গণঅভ্যুত্থান’ও মহান মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা পালন করেন । তিনি মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক ছিলেন। তিনি স্বাধীন বাংলাদেশে প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে মুক্তিবাহিনীতে কমিশন লাভ করেন।মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানির এডিসি হিসেবেও দায়িত্ব পালন করেন। শহীদ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকীতে মানিকগঞ্জ পুলিশ সুপার গোলাম আজাদ খানের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

শিরোনাম