মানিকগঞ্জে দুর্নীতি মামলায় ফেঁসে গেলেন পৌর মেয়র রমজান আলী

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ পৌর মেয়র রমজান আলীর বিরুদ্ধে দায়ের করা দুদকের ৪টি মামলার তিনটিতে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। উচ্চ আদালত মামলাগুলো চলতি বছর অক্টোবর মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। সাক্ষীদের প্রতি আদালত থেকে সমন জারি করা হয়েছে। পৃথক ৪টি মামলায় আরও আসামি রয়েছেন সাবেক দুই কমিশনার হামিদুর রশিদ কাজল,আব্দুল আওয়াল ও বর্তমান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম মট্টু।

মানিকগঞ্জের সিনিয়র স্পেশাল জজ জয়শ্রী সমদ্দারের আদালত অভিযোগ গঠন করেন।এ ব্যাপারে পৌর মেয়র রমজান আলী সংবাদ মাধ্যমকে জানান, মামলাগুলো করা হয়েছিল হয়রানি করার জন্য। দুদক যে অভিযোগ এনেছে তার কোনোটিই সত্য নয়।

শিরোনাম