মানিকগঞ্জের কৃষ্ণপুরে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
কোন তন্ত্র মন্ত্রে যে, সাপের বিষ পানি হয় না ৷ তা আবারও প্রমাণ করলো মানিকগঞ্জ জেলার সদর থানার কৃষ্ণপুর ইউনিয়নের দানিস্তনগর গ্রামে ৷ স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ দাবি করছে, যতটুকু সময় আব্দুল মালেক পেয়েছে, যদি ডাক্তারের শরনাপন্ন হতো, তাহলে মনে হয় তিনি বেঁচে যেতেন।কিন্তু তাতে কি, কপালের লিখন যায় না খন্ডন ৷

জানা গেছে,মানিকগঞ্জ জেলা সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দানিস্তনগর গ্রামে মৃত.নমিজ উদ্দিনের ছেলে আব্দুল মালেক যিনি ছিলেন একজন গরু ব্যবসায়ী। সম্প্রতি সাপের কামড়ে ঝাড়-ফুঁক করতে করতে তিনি না ফেরার দেশে চলে গেছেন। তার একটি ছেলে প্রবাসী এবং একটি মেয়ে আছে ৷ তার স্ত্রীও প্রবাসী ৷ বাড়িতে তিনি ও তার ছেলের বউ এর সাথে দুজন নাতি- নাতনি ৷ এদেরকে নিয়েই আব্দুল মালেক বেপারী বাড়িতে থাকতেন ৷ তার এমন মৃত্যুতে পরিবারে চলছে কান্নার মাতম। হতভম্ব স্থানীয় বাসিন্দারা।

শিরোনাম