ফেনীতে কিশোরকে বলাৎকারের অভিযোগে পুলিশ সদস্য গ্রেফতার

ফেনী প্রতিনিধিঃ
ফেনীতে কিশোরকে বলাৎকারের অভিযোগে পুলিশ সদস্য গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বরখাস্ত করা হয়েছে ঐ পুলিশ সদস্যের চাকরি।ঐ কিশোরকে দেহ তল্লাশীর নামে বলাৎকার করে ভিডিও চিত্র ধারণ করে ইউনুস আলী নামে এক পুলিশ সদস্য। এরপর টানা তিন মাস ধরে বলাৎকার করা হয় ওই কিশোরকে। নির্যাতিত কিশোরের মা বাদি হয়ে থানায় মামলা করলে অভিযুক্ত পুলিশ কনস্টেবল মোহাম্মদ ইউনুসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেপ্তার দেখানোর পর রাতে চাকরি থেকে বরখাস্ত করা হয়। জানা গেছে, ঐ পুলিশ সদস্য গত ২৩ ডিসেম্বর কিশোরটি কাজ শেষ করে বাড়ি ফেরার পথে ঐ পুলিশ সদস্য তাকে ধরে ভীতি প্রদর্শন করে বলাৎকার করে এবং ভিডিও ধারণ করে তাকে জিম্মী করে। এরপর প্রায়ই তাকে বলাৎকার করে আসছিল। ঐ পুলিশ সদস্য কিশোরকে একটি মোবাইল কিনে দিয়েছিল। সে মোবাইল উদ্ধারের পর ঘটনাটি ফাঁস হয় এবং ঐ কিশোরের মা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের অবগত করে।

ফেনী থানা-পুলিশ জানায়, এ ব্যাপারে অভিযোগ পেয়ে তাকে গ্রেফতার আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। ছবি-সংগৃহীত

শিরোনাম