নরসিংদীতে ডাকাতির সময় ছুরিকাঘাত করে ব্যবসায়ীকে হত্যা

 

নরসিংদী প্রতিনিধি ঃঃ
নরসিংদী পৌর এলাকার নাগরিয়াকান্দিতে একটি বাড়িতে ডাকাতরা ঢুকে ডাকাতি করার সময় বাধা দেয়ায় সাজ্জাদ হোসেন আরিফ (৩২) নামে এক ইন্টারনেট ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে। এ সময় ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। গতকাল ভোরে এই ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ হোসেন আরিফ ওই এলাকার মোবারক হায়াত এর ছেলে।

জানা যায়, শুক্রবার (১৬ জুলাই) ভোরে ৮-১০ জনের মুখোশধারী ডাকাত দল ওই বাড়ির পেছনের দিকের জানালার গ্রিল কেটে ঢোকে। এরপর বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং হাত পা বেঁধে ফেলে ডাকাতরা। এ সময় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করার সময় গৃহকর্তার ছেলে ইন্টারনেট ব্যবসায়ী সাজ্জাদ হোসেন আরিফ মোবাইল ফোনে বন্ধুদেরকে ডাকাতির খবর দেয়ার চেষ্টা চালায়। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাতরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে ডাকাতদল কেটে পড়ে। আরিফকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে মামলা হয়েছে। পুলিশ জানায়,লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি আসলেই ডাকাতি, নাকি পূর্ব শত্রুতার জের ধরে ঘটানো হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

শিরোনাম