ঝিনাইদহে স্ত্রীর দেয়া কিডনিতে বেঁচে গেল স্বামী রাশিদুল

ঝিনাইদহ প্রতিনিধি ঃঃ
ঝিনাইদহে স্ত্রীর দেয়া কিডনিতে বেঁচে গেল স্বামী রাশিদুল। জেলার হরিণাকুণ্ড থানার হরিশপুর গ্রামের রাশিদুল ইসলাম এবং তার স্ত্রীর সুখের সংসার। কিছুদিন আগে মহিলাটি জানতে পারেন স্বামীর উভয় কিডনী-ই বিকল। দ্রুত কিডনী প্রতিস্থাপন না করলে বাঁচানো সম্ভব হবে না স্বামীকে। কিডনী ক্রয়ের মতো আর্থিক অবস্থা ও নেই তাদের।

ভাগ্য তাদের দাঁড় করায় কঠিন বাস্তবতার মুখোমুখি। ডাক্তার জানালো স্বামী-স্ত্রীর সবকিছু মিলে গেছে। চাইলে স্ত্রী একটি কিডনী দান করতে পারবেন স্বামী রাশিদুলকে। এভাবেই হয়তো আল্লাহ সহায় থাকলে বেঁচে যেতে পারে রাশিদুলের প্রাণ। তিনি (স্ত্রী) পিছপা হননি, হাঁসিমুখে নিজের একটি কিডনী ১১ নভেম্বর স্বামীকে দান করেন।

অপারেশন শেষে স্ত্রীর হাঁসিমাখা মুখটাই বলে দিচ্ছে কতোটা সন্তুষ্ট তিনি আর স্বামীর প্রতি, তার অনুভূতিটা কেমন। বর্তমান সময়ে তুচ্ছ ঘটনায় যেখানে দাম্পত্য সম্পর্কের ইতি টানতে অনেকেই দ্বিধাবোধ করে না, সেখানে রাশিদুল দম্পতি অবশ্যই অনুকরণীয় হয়ে থাকবে। তাদের প্রতি অবিরাম শুভ কামনা প্রকাশ করেছেন তার ভক্ত ও অনুরাগীরা।

শিরোনাম