একজন দক্ষ জননেতা মহিদুর রহমান

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
৫ অক্টোবর ২০০৭ সালে সবাইকে কাঁদিয়ে পরপারে ঠাঁই নিয়েছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান মুহঃমহিদুর রহমান। একজন জনদরদী জননেতা,একজন দক্ষ চেয়ারম্যান ছিলেন তাতে কোন সন্দেহ নেই। জয়মন্টপ ইউনিয়ন বাসী হারিয়েছেন তাঁদের অতি প্রিয় মানুষ, দুই দুই বারের নির্বাচিত সফল চেয়ারম্যান, জয়মন্টপ সাধারণ পাঠাগারের সভাপতি, জয়মন্টপ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সহ সভাপতি ভাকুম গ্রামের মুহঃ মহিদুর রহমানকে। যাঁর মৃত্যুতে সেদিন জয়মন্টপের আকাশ কেঁদেছে, বাতাস কেঁদেছে, পাখিরা গান গায়নি, এমনকি থমকে গিয়েছিল জয়মন্টপের জীবন যাত্রা। জয়মন্টপের ইতিহাসে তাঁর পূর্বে তাঁর মত মেধাবী, সৃজনশীল সংগঠক আর পয়দা হয়নি। জয়মন্টপে এমন কোন সংগঠন ছিলনা যেখানে তাঁর হাতের ছোঁয়া লাগেনি। অফিসিয়াল যে কোন কাজে তাঁর মত ড্রাফট করার ক্ষমতা গোটা সিংগাইর উপজেলায় আর কারও ছিল না। তাঁর প্রতি মানুষের এত প্রগাঢ় ভালোবাসা ছিল বলেই সিংগাইর – মানিকগঞ্জের নেতৃস্থানীয় লোকসহ স্মরণ কালের ইতিহাসে তাঁর নামাজে জানাজায় সবচেয়ে বেশি লোক সমাগম হয়েছিল। তাঁরমত দেশ দরদী মানুষ জয়মন্টপে বড়ই প্রয়োজন।স্যানিটেশনের একটি চিঠির ড্রাফট দেখে মানিকগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক মহোদয় সব ইউনিয়নের চেয়ারম্যানদের জয়মন্টপের চেয়ারম্যানকে অনুস্মরণ করার লিখিত নির্দেশ দিয়েছিলেন।

আমরা জয়মন্টপ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে তাঁকে এবং সর্বক্ষেত্রে তাঁর অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর আত্মার শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ পাক তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমীন।

সূত্র-ফেসবুক,শ্রদ্ধেয় কুদ্দুসুর রহমান

শিরোনাম