আশুলিয়ার বিশ্বের সবচেয়ে সেই ছোট্ট গরু ‘রানী’মারা গেছে

 

সাভার প্রতিনিধি ঃঃ
গিনেস বুকে আবেদন করা ঢাকার সাভারের আশুলিয়ার চারিগ্রামের শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আলোচিত সেই ছোট গরু ‘রানী’ মারা গেছে। পেটে গ্যাস জমে গরুটি মারা গেছে বলে জানিয়েছেন উপজেলা পশু চিকিৎসকরা।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে সাভার প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) আব্দুল মোতালিব বিষয়টি নিশ্চিত করেছেন।

২ জুলাই গিনেস বুক অব ওয়ার্ল্ড কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। এর পরই গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করলে গরুটি বিশ্ব দরবারে পরিচিতি লাভ করে। গরুটির মৃত্যুর খবরে সংবাদ মাধ্যম এখন তোলপাড়।

শিরোনাম