সিলেট প্রতিনিধিঃ
সিলেটের কোম্পানীগঞ্জে হাফিজুর রহমান নামে এক মুরগী ব্যবসায়ীর লাঠির আঘাতে মৃত্যু হয়েছে। মাত্র ৮০০ টাকার পাওনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। শনিবার রাত ১০টার দিকে পাড়ুয়া মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাফিজ ওই গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে। ঘাতক ফয়জুল বারী একই গ্রামের মিরাছ আলীর ছেলে।
জানা যায, হাফিজ ও ফয়জুল বারী ভোলাগঞ্জ বাজারের মুরগী ব্যবসায়ী। পাশাপাশি তাদের দোকান রয়েছে। ব্যবসার প্রয়োজনে ফয়জুল বারী প্রতিবেশী হাফিজের কাছ থেকে ৮০০ টাকা ধার নিয়েছিলেন। গত শনিবার রাতে তিনি হাফিজের কাছে পাওনা টাকা ফেরত চান। কিন্তু হাফিজ ওই মুহূর্তে টাকা দিতে না পারায় বিষয়টি নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয় একপর্যায়ে রাগ হয়ে ফয়জুল বারী একটি লাঠি দিয়ে হাফিজের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।