৭ জেলার দখল নিলো তালেবান

 

সংবাদ জমিন,অনলাইন ডেস্ক ঃঃ
আরো একটি আফগান জেলার নিয়ন্ত্রণ নিয়েছে তালেবানরা। এ জন্য কোনো ধরণের বাঁধার মুখেও পড়তে হয়নি তাদের। ফলে গত এক মাসে তালেবানের দখল করা জেলার সংখ্যা বেড়ে দাড়াল সাতে। দেশটিতে এতোদিন ন্যাটো ও মার্কিন সেনাদের অবস্থান থাকায় সুবিধা করতে পারেনি সশস্ত্র গোষ্ঠিটি। তবে গত মাসে বিদেশি সেনা প্রত্যাহার শুরুর পর থেকেই আবারো নিজেদের এলাকা বাড়ানো শুরু করেছে তালেবান।

এদিকে একইদিনে বোমা হামলা চালিয়ে হত্যা করা হয়েছে এক নারী সাংবাদিককে। রাজধানী কাবুলে এই হামলার ঘটনা ঘটে। নিহত মিনা খাইরি দেশটির আরিয়ানা টিভি চ্যানেলের সাংবাদিক ছিলেন।

শিরোনাম