৬ রুশ যুদ্ধ জাহাজ কৃষ্ণ সাগরে প্রবেশ করেছে

সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
নৌবাহিনীর সামরিক মহড়ায় যোগ দিতে কৃষ্ণ সাগরে প্রবেশ করেছে ৬টি রুশ যুদ্ধ জাহাজ। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা ইন্টারফেক্স এ খবর দিয়েছে। এই যুদ্ধ জাহাজগুলো এতদিন ভূমধ্যসাগরে মোতায়েন ছিল। তবে মঙ্গলবার ও বুধবার এগুলো তুরস্কের মধ্য দিয়ে কৃষ্ণসাগরে প্রবেশ করবে।

এই যুদ্ধ জাহাজগুলোর মধ্যে রয়েছে করোলেভ, দ্য মিনস্ক ও দ্য কালিনিগ্রাদ। মঙ্গলবার এই জাহাজগুলো বসফরাস প্রণালী পার হয়। অপরদিকে বুধবার পাড় হওয়ার কথা রয়েছে পিয়োতরে মরগুনোভ, দ্য জর্জি পোবেদোনওসেতস ও দ্য ওলেনেগোরস্কি গরনিয়াকের। এদিকে ইউক্রেন সীমান্তে এক লাখ সেনা মোতায়েন করে রেখেছে রাশিয়া। ফলে এত্তজনা ক্রমশই বাড়ছে।

শিরোনাম