সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
নৌবাহিনীর সামরিক মহড়ায় যোগ দিতে কৃষ্ণ সাগরে প্রবেশ করেছে ৬টি রুশ যুদ্ধ জাহাজ। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা ইন্টারফেক্স এ খবর দিয়েছে। এই যুদ্ধ জাহাজগুলো এতদিন ভূমধ্যসাগরে মোতায়েন ছিল। তবে মঙ্গলবার ও বুধবার এগুলো তুরস্কের মধ্য দিয়ে কৃষ্ণসাগরে প্রবেশ করবে।
এই যুদ্ধ জাহাজগুলোর মধ্যে রয়েছে করোলেভ, দ্য মিনস্ক ও দ্য কালিনিগ্রাদ। মঙ্গলবার এই জাহাজগুলো বসফরাস প্রণালী পার হয়। অপরদিকে বুধবার পাড় হওয়ার কথা রয়েছে পিয়োতরে মরগুনোভ, দ্য জর্জি পোবেদোনওসেতস ও দ্য ওলেনেগোরস্কি গরনিয়াকের। এদিকে ইউক্রেন সীমান্তে এক লাখ সেনা মোতায়েন করে রেখেছে রাশিয়া। ফলে এত্তজনা ক্রমশই বাড়ছে।