সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
বাংলাদেশ স্কাউটসঢাকাঅঞ্চলেরআয়োজনে ৫০৪তম স্কাউট ও ৭৯০তম কাবইউনিটলিডারবেসিক কোর্স গত ৩-৭ ডিসেম্বর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়,হাইলজোর ,কাপাসিয়া,গাজীপুরঅনুষ্ঠিতহয়। সমাপনীও তাঁবুজলসাঅনুষ্ঠানেপ্রধানঅতিথি ছিলেন বঙ্গতাজ কন্যাসিমিন হোসেনরিমিএমপি। স্কাউটশাখায় কোর্স লিডারছিলেন স্কাউটার মো. সামসুররহমানএলটি। কাবশাখায় কোর্স লিডারছিলেনশাহানাজ বেগমএলটি। উপস্থিত ছিলেনউপজেলানির্বাহীঅফিসারএকেএম গোলাম মোর্শেদ খান, বাংলাদেশ স্কাউটসগাজীপুর জেলাকমিশনারসানোয়ার হোসেন।
এ প্রশিক্ষণকোর্সে স্কাউটশাখায়৪০ ও কাবশাখায়৪০ জনপ্রশিক্ষণার্থীঅংশগ্রহণকরে। স্কাউটশাখায় ১০ জন ও কাবশাখায় ১০ জনপ্রশিক্ষকসুচারুরূপেএ প্রশিক্ষণকোর্সে দায়িত্ব পালনকরেন। স্কাউটশাখায়প্রশিক্ষক ও অডিটরছিলেন স্কাউটার হোসেনশরীফআহমেদ এএলটি ও স্কাউটার মো. রেজাউলইসলামএএলটি। কোর্স সচিবছিলেনস্কাউটারমো.মঞ্জুরুলআলমসিএএলটি।
কাউন্সিলরছিলেন স্কাউটার মো. শহীদুল্লাহআজাদ উডব্যাজার, স্কাউটার মো. আলতাফ হোসেন উডব্যাজার,স্কাউটার রোজীসিদ্দিকাউডব্যাজার, স্কাউটার রেহানাপারভীনউডব্যাজার, স্কাউটার চন্দ্র শেখররায়উডব্যাজার। কোয়াটারমাস্টারছিলেন স্কাউটারশাহজামানমাসুমউডব্যাজার। কাবশাখায়প্রশিক্ষকছিলেন স্কাউটার মো. রফিকুলইসলামএএলটি, স্কাউটার মো. আমানউল্লাহএএলটি,স্কাউটারফাতেমা জোহরা (সিএএলটিসস্পন্ন), স্কাউটারমাহমুদানাসরিনউডব্যাজার, স্কাউটার গোলামকিবরিয়াউডব্যাজার, স্কাউটার মোহাম্মদ দুলালমিয়া, উডব্যাজার, স্কাউটাররাশিদাইয়াছমিনউডব্যাজার, স্কাউটার মোহাম্মদ এনামুলকবিরউডব্যাজার, স্কাউটার মোহাম্মদ এনামুলকবীরউডব্যাজারপ্রমুখ।