৪ আাগস্ট রাতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সামনে যা বলেছিলেন

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
৪ আগস্ট মধ্যরাত পর্যন্ত ওই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেই ছিলেন। পুলিশের প্রধানও ছিলেন সেখানে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও সেখানে ছিলেন।

তিনি শেখ হাসিনাকে আশ্বস্ত করছিলেন এই বলে, কিছুই হবে না। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবো। সেনাপ্রধান শেখ হাসিনাকে বলছিলেন, আপনার সুরক্ষার দায়িত্ব আমার জিম্মায়। তখন আসাদুজ্জামান কামাল সেনাপ্রধানকে জিজ্ঞেস করেছিলেন,আপনি কি সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছেন? তিনি জবাবে হ্যাঁ বলেছিলেন।

এরপর আসাদুজ্জামান কামালের অধীনে থাকা পুলিশ প্রধানকে সেনাপ্রধানের সঙ্গে স্বাধীনভাবে আলোচনা করার কথা বলেন। তারা যেন আলোচনা করে সব স্বাভাবিক করে ফেলে। কিন্তু ৫ই আগস্ট কী হলো।তথ্য সূত্র-ইন্ডিয়ান এক্সপ্রেস

শিরোনাম