৪০ বছরের শিক্ষিকা বিয়ে করলো ২২ বছরের ছাত্রকে

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
৪০ বছরের শিক্ষিকা বিয়ে করলো ২২ ছাত্রকে। ছাত্র মামুনের বয়স ২২ এবং শিক্ষিকা খাইরুন নাহারের বয়স। ৪০। প্রেম মানে না কোন বারণ। বয়স বা সম্পর্ক কোনোটিই তাদের প্রেমে বাঁধা হতে পারেনি! ৬ মাস প্রেমের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দুজন।

নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোছা. খাইরুন নাহার। প্রথমে বিয়ে হয়েছিল রাজশাহীর বাঘায়। সেখানে তার এক সন্তানও রয়েছে। তবে পারিবারিক কলহে সে সংসার বেশিদিন টেকেনি। তারপর কেটে যায় অনেক দিন। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় ২২ বছরের যুবক মামুনের সঙ্গে। মামুনের বাড়ি একই উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পাটপাড়া গ্রামে।

বিয়ের পর সংবাদ মাধ্যমকে দেয়া বক্তব্যে উভয়ে জানিয়েছেন,কে কি বললো তাতে তাদের যায় আসে না। আমরা সুখী দম্পত্তি হবে। আমাদের জন্য আপনারা দোয়া করবেন। ছবি-সংগৃহীত

শিরোনাম