৪দিন পার হতেই আবারও সার উৎপাদন বন্ধ যমুনা সার কারখানায়

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
৪দিন পার হতেই আবারও সার উৎপাদন বন্ধ যমুনা সার কারখানায় দেশের বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় অ্যামোনিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ।

জানা যায়, তিতাস গ্যাস সংকটে ১৩ মাস ২৩ দিন কারখানার উৎপাদন বন্ধ থাকার পর গত ২৩ ফেব্রুয়ারি বিকালে গ্যাস সরবরাহ করায় ৬০ ভাগ হারে উৎপাদন শুরু হয়। কিন্তু ৪ দিন যেতে না যেতেই যান্ত্রিক ত্রুটির কারণে আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়।

শিরোনাম