সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
জেদ এবং হিংসার রোষানলে পড়ে প্রাণ দিতে হলো ৩ মাসের শিশুকে। গত বৃহস্পতিবার মায়ের দুধ পান করে ঘুমিয়ে পড়ে শিশু মোহাম্মদ আলী। ঘুমন্ত অবস্থায় সকলের অগোচরে শিশুটিকে পার্শ্ববর্তী ডুবায় নিয়ে ফেলে দেয় তার আপন মামী তুলনা বেগম।
শিশুটির বাবা আবু ছালেহ মিয়া এ ব্যাপারে বানিয়াচং থানায় মামলা দায়ের করলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুলনা বেগম (২৫) শিশু মোহাম্মদ আলীকে হত্যার কথা অকপটে স্বীকার করে নেন। ঘাতক তুলনা বেগম, নিহত শিশুর আপন মামা আল আমিন মিয়ার স্ত্রী। নিহত শিশুর বাবা হতদরিদ্র আবু ছালেহ মিয়ার নিজস্ব কোনো বাড়ি নাই। শ্বশুরবাড়ির পাশে ছাপড়া ঘরে স্ত্রী ও ৮ সন্তান নিয়ে ভাড়া দিয়ে বসবাস করেন। ঘাতক তুলনা বেগমের একটি মাত্র মেয়ে শিশু আর ননদের ৮ সন্তান।
এই বিষয়টির পাশাপাশি ননদের ছেলে মেয়েদেরকে বৃদ্ধ শাশুড়ি বেশি বেশি আদর যত্ন করেন বলে অভিযোগ করে নিহত শিশুর মায়ের সঙ্গে প্রায়ই ঝগড়া বিবাদে লিপ্ত হতো। পুত্র সন্তান না থাকায় প্রতিহিংসা ও রাগের বশবর্তী হয়েই মামী ননদের সন্তানকে হত্যা করে। এ ব্যাপারে মামীকে আসামী করে থানায় মামলা হয়েছে।