২ লাখ টাকার ভাগাভাগির দ্বন্ধে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘিতে ২ লাখ টাকা ভাগাভাগির দ্বন্দ্বে আমিনুল ইসলামকে (৩৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। গত বুধবার রাত ১০টার দিকে উপজেলার নসরতপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আমিনুল ওই গ্রামের দক্ষিণপাড়ার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের ছেলে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, এ নিয়ে ঐ জমি ব্যবসায়ী দলনেতা শাহিনের নেতৃত্বে সালিশ বসে। সালিশে মীমাংসা না হওয়ায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। জড়িতদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

শিরোনাম