১৭ বছরে দেশে উন্নয়নের নামে লুটপাট হয়েছে: রিতা ­

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার দীর্ঘ ১৭ বছরে ধর্ম নিয়েও রাজনীতি করেছে। যাকে তাকে জঙ্গি বানিয়ে গ্রেপ্তার ও জেলখানায় ভরেছে। আসামিকে ডাণ্ডা বেড়ি পরিয়ে স্বজনদের জানাজায় দাঁড়ানোর নির্মম ও করুণ দৃশ্যও স্বৈরাচারী হাসিনার আমলে দেখা গেছে। গতকাল দুপুরে মানিকগঞ্জের শিবালয়ে লক্ষীপুরা বায়তুল মামুর জামে মসজিদ ও দারুল আরকাম এবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিতা বলেন, হাসিনার শাসনামলের ১৭ বছরে উন্নয়নের নামে শুধু লুটপাট হয়েছে। আর কিছুই হয়নি। এ কারণে বেশিরভাগ গ্রাম অঞ্চলের জনপদগুলোতে চলাচলের অনুপযোগী হওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে রযেছে। হাসিনার শাসনামলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম ছিল আকাশছোঁয়া। মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে ছিল বাজার ব্যবস্থা।

শিরোনাম