মানিকগঞ্জ প্রতিনিধিঃ
শনিবার (২০ আগস্ট ২০২২) বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চল এর আয়োজনে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র,দোতরা,সাটুরিয়া, মানিকগঞ্জ অনুষ্ঠিত হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি বাংলাদেশ স্কাউটস,মানিকগঞ্জ জেলা ও জেলা প্রশাসক মানিকগঞ্জ মুহাম্মদ আব্দুল লতিফ।
বিশেষ অতিথি জেলা কমিশনার বাংলাদেশ স্কাউটস, মানিকগঞ্জ জেলা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ছানোয়ারুল হক,মো.মোয়াজ্জেম হোসেন ভূঞা সম্পাদক,বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চল, মো. আক্তার হোসেন উপপরিচালক, বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চল, একেএম মোস্তফা কামাল আঞ্চলিক উপকমিশনার (সংগঠন) বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চল ও প্রধান শিক্ষক আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়,ঢাকা, মো. আবু মোতালেব খান আঞ্চলিক উপকমিশনার (প্রশিক্ষণ ও এআর) বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চল, কেএম সাইদুজ্জামান, নির্বাহী পরিচালক, বাংলাদেশ স্কাউটস, মোসা.সাহারা খানম,আঞ্চলিক উপকমিশনার, বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চল, মো. আক্তারুজ্জামান, আঞ্চলিক পরিচালক,বাংলাদেশ স্কাউটস,ঢাকা অঞ্চল,আরো উপস্থিত ছিলেন মো. বজলুর রহমান জেলা সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, মানিকগঞ্জ জেলা ও প্রধান শিক্ষক হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়,সাটুরিয়া মানিকগঞ্জ, আবদুল হক তালুকদার এএলটি,,সহকারী জেলা কমিশনার(অডিট ও আর্থিক ব্যবস্থাপনা),বাংলাদেশ স্কাউটস,মানিকগঞ্জ জেলা,স্কাউটার মো. সিরাজুল ইসলাম এএলটি জেলা কাব লিডার,বাংলাদেশ স্কাউস,মানিকগঞ্জ জেলা,স্কাউটার খন্দকার সিরাজুম মনির চঞ্চল জেলা স্কাউট লিডার,বাংলাদেশ স্কাউটস, মানিকগঞ্জ জেলা, স্কাউটার মো. আলতাফ হোসেন উপজেলা স্কাউট লিডার, বাংলাদেশ স্কাউটস, সিংগাইর,মানিকগঞ্জ,শারীরিক শিক্ষা শিক্ষক সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়,সাবেক জাতীয় ক্রীড়াবিদ, গবেষক,বরেণ্য সাংবাদিক ও প্রখ্যাত কলামিস্ট,দীপা মন্ডল সহযোজিতসদস্য,বাংলাদেশ স্কাউটস, মানিকগঞ্জ জেলা, সদস্য সচিব,জেলা পীআরএম কমিটি,মানিকগঞ্জ জেলা,শিপ্রা সরকার উপজেলা কাব লিডার,বাংলাদেশ স্কাউটস, মানিকগঞ্জ সদর,খন্দকার গুলবদন তিলা সিনিয়র শিক্ষক(কম্পিউটার) উথলী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,শিবালয়,মানিকগঞ্জ, স্কাউটার মো. রফিকুল ইসলাম উপজেলা কাব লিডার, বাংলাদেশ স্কাউটস, সিংগাইর,মানিকগঞ্জ,শুভ্রা হালদার সিনিয়র শিক্ষক,জান্না আদর্শ উচ্চ বিদ্যালয়,সাটুরিয়া,মানিকগঞ্জ স্কাউটার মো. মানিক মিয়া(উডব্যাজার) স্কাউট ইউনিট লিডার খোকা-খুকি আমিও পারবো ওপেন স্কাউট গ্রুপ, বাংলাদেশ স্কাউটস, সিংগাইর মানিকগঞ্জ, প্রমুখ।