১৪ জন মার্কিন কংগ্রেসম্যানের চিঠি রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর বার্তা বলে আখ্যায়িত করলেন রব
স্টাফ রিপোর্টারঃ
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের সদস্যপদ স্থগিত রাখাসহ ৩ দফা দাবিতে-জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে দেয়া ১৪ কংগ্রেসম্যানের চিঠি মূলত, সরকারের ‘অপশাসনের ফলশ্রুতি’ উল্লেখ করে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, রাষ্ট্রের ভয়ংকর সংকট আসন্ন। সরকারের অতিমাত্রায় ক্ষমতার লোভ, রাষ্ট্রের ভয়াবহ সংকট উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে। এই সরকারের অগণতান্ত্রিক শাসন পদ্ধতি অব্যাহত থাকলে রাষ্ট্র উঁচু মাত্রার ঝুঁকিতে পড়বে।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, ১৪ জন মার্কিন কংগ্রেসম্যান কর্তৃক যে দাবি আন্তর্জাতিক পরিমন্ডলে উত্থাপিত হওয়ার মাধ্যমে এক দিকে ক্ষমতাসীন অবৈধ সরকারের অগণতান্ত্রিক শাসনের বৈশিষ্ট্য শনাক্ত হয়েছে অন্যদিকে গণতান্ত্রিক ও শাসনতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনর্বহাল না হলে যে, রাষ্ট্র অনিবার্য বিপর্যয়ের মুখে পড়বে সে ভয়ঙ্কর বার্তা প্রদান করেছে।