১৩০ বছর বয়সী আদর জান বিবি এখনো কাঁথা সেলাইয়ে পারদর্শী

 

সংবাদ জমিন রিপোর্ট ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে চারিগ্রামের আদরজান বিবি এখনো কাঁথা সেলাইয়ে পারদর্শী। বয়স ১৩০ হয়ে গেছে। বয়সের ভাড়ে কুঁজো হয়ে গেছেন। খালি চোখে সবকিছুই দেখতে পান। শুধু সবকিছুই না,খালি চোখে কাঁথা সেলাই করতে পারেন। এমনকি এখনো তিনি সুঁইয়ে সুতো দিতে পারেন।

এই বৃদ্ধা এখন এলাকার অলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কৌতুহল মানুষ তার সথে কথা বলছেন। তাকে দেখেই মানুষ তার প্রতি তাদের ভালবাসার কথা বলছেন, দোয়া করছেন। সেই সাথে এলাকাবাসী তার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছেন।

 

শিরোনাম