সংবাদ জমিন ডেস্কঃ
বাঁধ তৈরি করে ডুবিয়ে দেওয়া হয়েছিল যে মসজিদকে আজ ৩০ বছর পর সেই “নূরী মসজিদ” অক্ষত অবস্থায় আবারও মাথা তুলে দাঁড়িয়েছে নদীর বুকে। ভারতের বিহারের নওয়াদা জেলার রাজাউলি ব্লকের হারদিয়া গ্রামের ঘটনা। উক্ত বাঁধটির নাম ফুলবাড়ীয়া বাঁধ, ১৯৮৪ সালে এটি চালু হয় তার পরেই মসজিদটি চলে যায় জলের নীচে।
মসজিদটি ১২০ বছর পুরানো। সত্যকে কখনও মাটি খুঁড়ে বের করার প্রয়োজন হয় না। সত্য নিজে থেকে সামনে চলেই আসে। আর এভাবেই একদিন সারাবিশ্বে ইসলাম কায়েম হয়ে যাবে বলে বিশ্বাস করছেন ধর্মপ্রাণ মুসুল্লীরা।