হোসেনপুরে তুচ্ছ ব্যাপার নিয়ে চাচার হাতে প্রাণ গেল ভাতিজা ও ভাতিজীর

নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে চাচার হাতে ভাতিজা মাহমুদুল হাসান আলমগীর (৩০) ও ভাতিজী নাদিরা খাতুন (২২) নিহত হয়েছেন। গতকাল ভোর ৬টায় হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমারা পূর্বপাড়া গ্রামে জমির সীমানায় গাছ লাগানোকে কেন্দ্র করে আপন চাচা আব্দুল কাদির (৫৫) ও তার স্বজনেরা দা ও কুড়াল দিয়ে কয়েকজনকে কুপিয়ে মারাত্মক জখম করে।এতে ভাতিজা মাহমুদুল হাসান আলমগীর ঘটনাস্থলে মারা যায়। ভাতিজি নাদিরা খাতুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।

জানা গেছে,,উপজেলার উত্তর কুড়িমারা পূর্বপাড়া গ্রামের মৃত হোসেন আলীর দুই পুত্র শামসুল ইসলাম ও আব্দুল কাদিরের মধ্যে কিছুদিন ধরে জমির সীমানায় গাছ লাগানোকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল।

এ ঘটনায় শামসুল ইসলামের স্ত্রী আছমা খাতুন (৫০) ও পুত্র হুমায়ুন কবির (২৮) এবং সালমান (২০) গুরুতর আহত হয়েছেন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়,এ ব্যাপারে কয়েকজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। জড়িত অন্যান্যদের আটকের জোর চেষ্টা চলছে।

শিরোনাম