হেলেনা জাহাঙ্গীর আটক : মাদকদ্রব্য উদ্ধার : জয়যাত্রা টিভি ভবনে অভিযান

 

সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরকে আটকের পর তাঁর মালিকানাধীন জয়যাত্রা আইপি টিভি ও জয়যাত্রা ফাউন্ডেশন ভবনে অভিযান চালিয়েছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দিবাগত গভীর রাতে রাজধানীর মিরপুরে অবস্থিত ওই ভবনে অভিযান চালানো হয়। এর আগে রাত সোয়া ১২টার দিকে গুলশানের বাসা থেকে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র‌্যাবের সদর দপ্তরে নেওয়া হয়। তার বাসায় অভিযান চলাকালে মদ, বিদেশি মুদ্রা, বন্য প্রাণীর চামড়া, ক্যাসিনোর সরঞ্জাম ও ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে।

এরপর রাত সোয়া দুইটার দিকে , মিরপুরে জয়যাত্রা ফাউন্ডেশন ও জয়যাত্রা আইপি টিভি ভবনে অভিযান চালানো হয়। র‌্যাবের একটি সূত্র জানায়, হেলেনার বিরুদ্ধে একাধিক মামলার প্রস্তুতি চলছে। ছবি-সংগৃহীত

শিরোনাম