হেলিকপ্টার থেকে গুলি করার কথা অস্বীকার র‌্যাবের

সংবাদ জমিন ডেস্কঃ
বিক্ষোভ দমনে র‌্যাবের হেলিকপ্টার ব্যবহার নিয়ে আলোচনা চলছে। হেলিকপ্টার থেকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ার পাশাপাশি গুলি চালানো হয় বলে অভিযোগ তোলা হয়েছে। এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে র‌্যাব বলেছে, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার থেকে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। কোনো ধরনের গুলি করা হয়নি বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি।

আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ কথাগুলো বলা হয়।

শিরোনাম