হেফাজতের নেতা মামুনুল হক অবশেষে গ্রেপ্তার

 

সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
বেশ কিছুদিন নজরদারিতে থাকার পর হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে অবশেষে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ। মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রবিবার (১৮ এপ্রিল) রোববার বেলা একটার দিকে তাঁকে মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

পুলিশের তেজগাঁও জোনের উপকমিশনার হারুন অর রশিদের নেতৃত্বে একটি দল তাঁকে গ্রেপ্তার করেন। মামুনুল হকের বিরুদ্ধে ২০১৩ সালের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামুনুলকে তেজগাঁও থানায় নেয়া হয়েছে এবং ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শিরোনাম