হেফাজতের ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা

 

সংবাদ জমিন রিপোর্ট ঃঃ
হেফাজতে ইসলাম বাংলাদেশের পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে। এছাড়া আমীর হয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী ও মহাসচিব হয়েছেন আল্লামা নুরুল ইসলাম।

আর অরাজনৈতিক গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে দুই সদস্য করা হয়েছে- মওলানা সালাউদ্দিন ও অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরীকে। পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি অতিদ্রুত হেফাজতে ইসলাম বাংলাদেশের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করবেন।

গতকাল রাতে হেফাজতের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণার পর আজ ভোরে নতুন এই আহবায়ক কমিটির ঘোষণা দেয়া হলো।

শিরোনাম