হেফাজতের আমীর বাবুনগরী না ফেরার দেশে

 

সংবাদ জমিন ডেস্ক ঃঃ
হেফাজতের আমীর বাবুনগরী না ফেরার দেশে।ফজরের নামাজের পর স্বাভাবিক নিয়মে কয়েকঘন্টা বিশ্রাম নেন হেফাজত আমীর বাবুনগরী। বরাবরের মতো আজকে ঘুমান তিনি।

তবে সকাল ৯ টার দিকেও ঘুম না ভাঙায় সহকারী নোমান কয়েকবার ডাকার পরও সাড়া দেননি তিনি। এরপর আরও কয়েকজন এসে পাল্স পরীক্ষা করে অস্বাভাবিক দেখে দ্রত নগরীর বেসরকারি সিএসসিআর হাসপাতালে নিয়ে আসেন।হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক বাবুনগরীকে মৃত ঘোষণা করেন। রাত ১১ টায় জানাযা শেষে তার লাশ দাফন করা হবে বলে তার পারিবার নিশ্চিত করেছেন।

শিরোনাম