হৃত্বিকের সাবেক স্ত্রীর নয়া প্রেম নিয়ে বলিউড তোলপাড়


সংবাদ জমিন ডেস্ক ঃঃ
সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে পাশাপাশি দেখা যাচ্ছে তাদের ছবি। আর্সলান গনি ও সুজান খান। তারা কি তবে প্রেম করছেন? বলিউডের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে এমনই গুঞ্জন। হৃত্বিক রোশনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর কেটে গিয়েছে প্রায় ৭ টি বছর। তবে তারপরও তাদের বহু জায়গায় একসঙ্গে দেখা যায়। এমনকি ছেলেদের নিয়ে ঘুরতেও গিয়েছেন তারা। কিন্তু কেন তাদের বিবাহ বিচ্ছেদ, তা নিয়ে নানা জনের নানা মত থাকলেও আসল কারণ জানা যায়নি। সুজানকে শ্বশুরের জন্মদিন পালন করতেও দেখা গিয়েছিল।

কিন্তু ইদানিং ‘বিগ বস ১৪’ প্রতিযোগী আলি গনির ভাই আর্সলান গনির সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে সুজানকে। অনেকদিন থেকেই তারা ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু সম্প্রতি তাদের প্রেমালাপ করতে দেখা গিয়েছে। যা দেখেই মনে করা হচ্ছে প্রেমের সম্পর্ক গড়ে উঠতে পারে তাদের মধ্যে।


শিরোনাম