হিরো আলমকে মোবাইল ফোনে হত্যার হুমকি

নিজস্ব প্রতিনিধিঃ
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে সাত দিনের মধ্যে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় হিরো আলম হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

হাতিরঝিল থানা-পুলিশ জানায়,অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে ফোন করে হিরো আলমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি জিডি করেছেন। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শিরোনাম