হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তমা
সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থী হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ওই ছাত্রীর নাম সুপ্রিতী দত্ত তমা। ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার পর ত্বহিরা তাসনিম আয়াত নাম গ্রহণ করেছেন তিনি। বৃহস্পতিবার ওই শিক্ষার্থী তার ফেসবুকে এফিডেফিটের ছবি পোস্ট করলে এ তথ্য জানা যায়।
বুধবার (১৯ অক্টোবর) ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা অফরোজের আদালতে এফিডেফিটে স্বাক্ষর করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার ঘোষণা দেন।
এফিডেফিট সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ক্যানেল পাড়ার শ্যামল দত্ত ও বন্ধনা দত্তের মেয়ে। ইসলামী বিভিন্ন বই পড়ে তিনি তৌহিদ, রিসালাত ও কিয়ামত সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করেন। বই পড়ে তিনি এ বিশ্বাসে উপনীত হন, ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা যা দুনিয়া ও আখেরাতে শান্তি ও নাজাত দিতে পারে। ফলে তিনি ইসলাম ধর্ম গ্রহণে সিদ্ধান্ত নেন। পরে একজন আলেমের নিকট উপস্থিত হয়ে আল্লাহকে হাজির-নাজির জেনে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
এফিডেফিটে ওই ছাত্রী বলেন, ইন্টারনেটের মাধ্যমে ওয়াজ শুনে ইসলাম ধর্মের প্রতি আমার ভালবাসার সৃষ্টি হয়। পরে নিজের ভালো-মন্দ বিচার বিশ্লেষণ করে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি। এখন থেকে এ ধর্মের বিধান অনুযায়ী আমার নাম সুপ্রিতী দত্ত তমার স্থলে তুহিরা তাসনিম আয়াত। সকল কাগজপত্র ও দলিলে আমার এ নাম ও ধর্ম লিখিত হবে। সূত্র-বাংলাদেশ জার্নাল