হিজবুল্লাহর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইসরাইলের হামলা
040323-F-4441R-032
An Arkansas Air National Guard C-130 Hercules drops containers of Meals Ready to Eat at the Joint Readiness Training Center, Fort Polk, La., on March 24, 2004. The center provides realistic combat training, supporting light/mechanized forces in a low-intensity to mid-intensity conflict. DoD photo by Senior Airman Jorge A. Rodriguez, U.S. Air Force. (Released)
সংবাদ জমিন ডেস্কঃ
ইসরাইলের ভূখণ্ডে হামলার পর লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে তেল আবিব। রোববার গণমাধ্যমকে এ তথ্য দিয়েছে ইসরাইল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হাগারি। এক বিবৃতিতে তিনি বলেছেন, আত্মরক্ষার্থে হিজবুল্লাহর সামরিক ঘাঁটিতে হামলা করছে ইসরাইলি বাহিনী। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, যেসব অঞ্চলে ইরান সমর্থিত হিজবুল্লার ঘাঁটি রয়েছে সেখান থেকে বেসামরিকদের নিরাপদে সরে যেতে সতর্ক করা হয়েছে। গত মাসে হিজবুল্লাহর প্রধানকে হত্যা করে ইসরাইলি বাহিনী। এর প্রতিশোধ নিতেই ইসরাইলে ড্রোন হামলা করেছে ইরান সমর্থিত লেবাননের ওই সশস্ত্র গোষ্ঠীটি। রোববার ভোরে উত্তর ইসরাইলে ড্রোন হামলার সতর্কতা সাইরেন শোনা যায়। তবে এখন পর্যন্ত কোন পক্ষেরই হতাহতের খবর পাওয়া যায়নি।
ইসরাইলের এক বিবৃতিতে বলা হয়ছে, দেশটিকে লক্ষ্য করে ১৫০টির বেশি ড্রোন ছুঁড়েছে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এই হামলা প্রতিহত করতে কয়েক ডজন ইসরাইলি যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন হাগারি।